বিভাগ :- কবিতা
শিরোনাম :-বসন্তের উপহার
কলমে :- রুমা মন্ডল
তারিখ :- ১২/ ২/ ২০২১
” বসন্তের উপহার ”
একটি পাখি বলে গেল আমার কানে কানে
উঠে পড়ো ভোর হয়েছে মধুর কলতানে
চেয়ে দেখ পূবের আকাশ রবির ছোঁয়ায় রাঙা
দিগ্বিদিকে ছড়ায় আভা মনের আগল ভাঙা
মৃদু বাতাস কাঁপন ধরায় বসন্তের বার্তা আনে
চাইছে ছুঁতে ভালোবাসার আবেশ হৃদয় তা জানে
পলাশ শিমুলের রঙ ধরেছে দেখ চেয়ে বাহার
রূপের ডালি মেলে ধরেছে বসন্তের উপহার
রঙের মেলার সমারোহ মনেও রঙের ছোঁয়া
রঙিন সুরে মাতলো ভুবন লেগেছে বসন্তের হাওয়া
প্রকৃতি সেজেছে রক্তিম রঙে,রাঙাও তোমার মন
পলাশ শিমুলের লালের ছোঁয়ায় রঙিন হোক জীবন
দিনের শেষে রক্তিম রঙে আকাশ উঠেছে গেয়ে রঙের ছোঁয়ায় হৃদয় রাঙা মনের দোসর পেয়ে ।