“আইসি ঢাহা গেসি ফাইশা “
কিশোরগঞ্জের আঞ্চলিক কবিতা
নাঈম ইসলাম বাঙালি
__________________
আইসি ঢাহা গেসি ফাইশা
খাইসি কট্টি দুলা,
দেসো বাতাস খাইতাম
এইডেই সিলো আমাড় ভালা।
নান্ধা বান্ধা কিসোই ঢাহার
লাগে না আর মজা,
দুইদিন থাইকে বাড়িত আইসি
একদম হইয়া সুজা।
গেষের মদ্দে নান্ধে তারা
গন্ধ করে কেমন,
ফেডো ত আর ভাত যায় না
খাইয়া বাসন যায় যেমন।
ভাতও ত সব বড় বড়
লয় নাতো আর মুহে,
মাড়াইয়া দেসো খাইতাম ভাত
থাকতামও খুব সুহে।
ওদ্দুইচ্ছে কদ্দুইচ্ছে সহিনারা
কিভা গো তাহে, আহা!
দেশো আসি ভালা আসি
মরলেও যাইতাম না ঢাহা।
গাও গেরামের সরল মানষে
এইডেই করে ফন,
হেও তহন ওদ্দুইচ্ছে কদ্দুইচ্ছে
যদি অয় বড় কট্টা ধন।