“””””””””””” সমান্তরাল (3),,
কলমেঃগীতা বিশ্বাস,
তারিখঃ11/02/2021,
কেন তোমরা জাতা জাতির
বড়াই করে চলো,
জাত কি কারো সাথে যাবে
তাই আমারে বলো।
কোন জাতিরা প্রেম করেনা
বলতে পারো কি,
কোন জাতিরা খায়না পেলে
ননী মাঘন ঘি।
কোন জাতিদের হয়না মরন
জানতে চাই আমি,
কোন জাতিরা দেখেনা স্বপন
বলে যা-ও তুমি।
কেউ কি আজও জলের বদলে
খেয়েছে গুড় মিষ্টি,
কেউ কি দেখেছো মিলন ছাড়া
হয়েছে কিছুর সৃষ্টি।
অনুভূতি টা সবারই এক হয়
হোকনা মুচি মেথর,
গায়ের গন্ধ যায় কি ছুঁচোর
ছিটাই দিলে আতর।
আরোগ্য হলে ঔষুধের বদলে
খায়কি মদ গাঁজা,
নিম পাতার রস তিতোই লাগে
হোকনা গরীব রাজা।।