#ঋণ
✍️নাসরীণ জাহান রীণা
১১/০২/২০২১খ্রিঃ
ঋণ তোমাদের ঠিকই আছে
আমার কাছে
আমি ঋণী নই।
এক আঁজলা সুখ দিতে পারতে
পারোনি দিতে
ভেবে আংরা হই।
স্বপ্ন দেখালে
রোদ্দুর দেবে বলে
সে-ইতো দিলে বৃষ্টি।
মাঝে হলো
আঁখমুচোলি খেলা
বেঁধে দিলে মোর দৃষ্টি।
আঁকশলিটা
আমি ছিলাম বলে
ঢেঁকিতে ভারা ভানলে।
দিলেনা মোরে
একমুঠো মানবতা
নিজেদের ঋণী করলে।
আঁকশিটা
আমি হলাম বলে
ফল পেড়েছো নিরাপদে।
মধুফল
খেলে সকলে
আমি পড়ে রইলাম আপদে।
রাখতে যদি রহমতের ডোরে
তোমাদের হৃদয়েরে
অনুকম্পাতো কিছু পেতাম।
কথায় বেঁধে সময় খেলে
বেলাশেষে হাত ছেড়ে দিলে
ঋণ কিসে কম দিতাম?
ব্যথা করছো গিয়ে
তোমাদের মাথা নিয়ে
বিবেক যে পাশে দেখে না।
দায় রেখে গেলাম
ঋণটুকুনও জমালাম
খোদার দরবার মিছে না।
[আঁজলা– আঁচল
আঁখমুচোলি খেলা — কানামাছি খেলা
আঁকশলি — ঢেঁকির মাঝ বরাবর ব্যবহৃত কাঠখণ্ড
আঁকশি — লগি ]