তুমি কি “প্রেম”? আগে কোনদিন এসেছ ? আসনি বুঝি !
তোমাকে পেয়েছি ভোরের শিউলী সুবাসে,
হেমন্তের হিমেল হাওয়ায়, ঘাসের শিশিরে।
পেয়েছি বসন্তেও, পলাশের লালে,
কামরাঙ্গা আবির গোধূলী, প্রশ্বাসে, অনুভবে।
পানকৌড়ির ডুবু ডুব খেলা, শালুকের দেশে,
হংস যুগল খেলে বিরামহীন ভেসে।
সোঁদা মাটির গন্ধে, ঝিরি ঝিরি শ্রাবণে,
হাসনা হেনার সুবাসে, স্পর্শে, মিলনে।
কোকিলের কুজন, কুহু কুহু, গানে,
ভ্রমরের গুঞ্জন, গুন গুন, প্রাণে।
অবাধ তুমি বনপাহাড় আর সাগরদেশে,
খুঁজলে পাবে তেরো নদী, তেপান্তরে।
কত কবি খুঁজেছে তোমায় গল্পে, কাব্যে, উপন্যাসে,
সুর ছন্দে ফিরে এসেছো কত লেখকের লেখনীতে।
জাগিয়ে ভাবাও, ঘুমিয়ে জাগাও, পাগল প্রাণে,
সময় বাঁধন কিছুই মানো না, সবাই জানে।
আকাশের তারা গোনা, স্বপ্নের জাল বোনা,
জমানো কথার পাহাড়, চিঠির লেনা দেনা।
পার্কের বেঞ্চেতে কপোত কপোতি বেশে,
হাতে হাত চেপে, কোলে মাথা রেখে, দুটি হৃদয়ের স্পন্দনে।।
বিরহ ব্যাথায় হাসি কান্নায়, রাগ অনুরাগ সুখে স্বপনে,
পরিপূর্ণতা সার্থক হয়, দুটি হৃদয়ের মেলবন্ধনে।।