বিভাগ ঃ কবিতা
শিরোনাম ঃ 💥 মৃত্যুর মায়াজাল 💥
কলমে ঃ এস এম এইচ মুন্না
তারিখ ঃ ১০/০২/২০২১ খ্রিঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
তুমি ভালবেসে ছিলে সবাইকে
একান্ত আপন করে।
তোমার সর্বস্ব শপে দিয়ে ছিলে
আমার পরিবারে ও সংসারে।
তখন মুল্যায়ন করিনি তোমাকে।
অবহেলায় অবজ্ঞা মানিয়েছো নিজেকে।
উপহার দিয়েছো পুত্র কন্যা সন্তান।
ওরাই যেন কোন একসময় করবে সম্মান।
শ্রদ্ধাবোধের সহিত দিয়েছো
সবাইকে ভালবাসা সেবা।
কিন্তু পাওনি কোন মুল্যায়ন
সেমুহুর্ত আপন-ই-কেবা।
হঠাৎ যখন শুনতে পেলাম
তোমার মৃত্যু ধ্বনি।
হতাশাজনক ভাবে স্তব্ধ
হয়ে গেল আমার বদন খানি।
তোমার শূণ্যতায় এবার দিচ্ছে
যেন দুঃখের হাতছানি।
তোমার মা বাবা ভাই বোন আর
শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন,
সবাই যেন ব্যস্ত এখন।
কেহ শোকে করছে অর্নগল ক্রন্দন।
কেহ করছে তোমাকে নিয়ে মৃত্যু রাগিনি,
আর আমি সেতো !!
একেবারেই নির্বোধ বালকের ন্যায়।
নিজের কাছে যেন
মনে হচ্ছে ভীষন অসহায়।
কমতি কি ছিল তখন
যখন তুমি ছিলে জীবিত।
এসব প্রশ্নের মুখোমুখি হলেই সর্বশান্ত।
আসলে তোমার মরণঘাতি
অবস্থায় সবাই শুধুমাত্র ব্যকুল।
তুমি ছেড়ে যাওনি
পৃথিবীর এই মায়াকুল।
একজন চিৎকার দিয়ে বলল মৃত্যু হয়নি
হঠাৎ ফিরে এলো তোমার হার্টবিট।
সবার মনেই দিচ্ছে দোলা,
আনন্দদায়ক ফূর্তির শুক্রকিট।
এই যদি হয় বাস্তবিকতার জীবন।
তাহলে বেচে থাকার চেয়ে শ্রেষ্ঠই মরণ।
সব ভুল ভেঙ্গে সবাই
তোমাকে করছে মুল্যায়ন।
আসলে সেটা বাস্তবায়ন হয়নি
ঘুমিয়ে দেখেছি তোমাকে ঘিরেই স্বপন।