চাইনা আমি মহান হতে
✍কল্লোল বিশ্বাস
আমার রাজা হওয়ার নেই যে আশা
নেই যে কোন স্বপ্ন আমার,
সার্থকতা এটাই শুধু
থাকবো পাশে সদাই সবার।
নেই আশা মোর কবি হওয়ার
নেই আশা কোন ধন সম্পদ,
আমি চাইনা কোন ধনী হতে
চাইনা কোন নামকরা পদ।
আমি চাইনা কোন কিছুই পেতে
শুধুই যেন দিতে পারি,
মনের যত ভালোবাসা
সবটুকু তার উজাড় করি।
আমি চাইনা কোন ডিগ্রি পেতে
চাইনা কোন সার্টিফিকেট,
এটাই শুধু চাই যে কারো
খালি যেন না থাকে পেট।
আমি থাকতে চাইনা রাজপ্রাসাদে
চাইনা কোন ইলাক পোশাক,
আদর্শে যেন কোথাও কোন
না থাকে মোর একটুও ফাঁক।
আমি চাইনা কোন সাহেব হতে
উচ্চ পদের মর্যাদা,
সবার সাথেই মিশে রবো
এটাই চাওয়া সর্বদা।
আমি শত্রু যেন না হই কারো
চাইনা কারো দূঃখ দিতে,
আমার জন্য কাউকে যেন
না হয় কোন দূঃখ পেতে।
আমি চাইনা কোন মহান হতে
বাঁচতে হবে বাঁচবো তাই,
লক্ষ বোনের আদর স্নেহের
ভাইটি হয়েই থাকতে চাই।
লক্ষ মায়ের আগলে রাখা
সন্তান হয়েই বাঁচতে চাই।
ইং:০৬/০২/২০২১
সকলের আশীর্বাদ প্রার্থী