কবিতা :- ফিরে এসো
কবি :- জয়নাল আবেদীন মীর
তারিখ :- ০৯/০২/২০২১ ইং
—————————————-
শেষ বেলায় হৃদপিন্ডে ঘা,
আঘাতে খন্ডিত মন,
নির্বাক নিস্তব্ধ আলয়,কম্পিত পা,
আতংকিত নিশী, শংকিত প্রতিক্ষণ।
উন্মাদ প্রলাপ তব বিষাক্ত তীঁর,
অর্জিত মেধা- উপেক্ষিত, নত মম শির,
বসন্তে আজি অগ্নি হাওয়া,
উতপ্তো তরঙ্গে বেসুরে গান গাওয়া।
ছন্দ পতন ছিন্ন বাঁধন, মলিন বদন,
তিক্ত কথন মরন বাচঁন, ফুল হীন কানন,
নীলঞ্জনা -সর্বত্র তব অদৃশ্য পদচারণা,
ব্যাথাতুর হৃদয়,খোঁজে তোমায়,
ও প্রিয়া – তাড়িত কোন ঝড় হাওয়ায়,
নিজের দোষে অমৃত সুধা পাওয়ায়,
হারিয়ে অস্তিত্ব, নিজেকে করে বিলীন,
কি পেলে এ জিবনে,সুখহীন দুঃখ,
তোমারি অপেক্ষায় জনম জনম,
চলে এসো আবার, শেষ লগনে,
দুলবো দুজনে বসন্ত হাওয়ায়,
এসো হে মৌমিতা, ফিরে এসো ।