শিরোনাম- আহ্বান
কলমে- দেবাশীষ দাস
তারিখ- ফেব্রুয়ারি ০৮, ২০২১
অন্নদাতা কৃষক যদি না থাকে দেশে;
দেশের মানুষ অনাহারে মরবে শেষে।
রাজা তুমি রাজত্ব করবে কাদের উপর ?
রাজা তোমার রাজ প্রাসাদ ছেড়ে
একটিবার এসো কৃষকের দরবারে।
পূর্ণ কর অন্নদাতার সর্ব মনোবাঞ্ছা;
দিক দিগন্তে হবে তোমার জয়জয়কার।
রাজা তোমার কিসের এত ভয় ?
শত কোটি জনতা থাকবে তোমার সাথে;
তোমার কি হতে পারে কভু পরাজয়!
রাজা তুমি কর অন্নদাতার কল্যাণ।
সকাল সন্ধ্যা গাইবে ওরা তোমার জয়গান;
তোমারই হবে সদা জয় নেই কোন সংশয়।
জাগো দেশবাসী আপামর জনগণ।
অন্নদাতাকে ভেবো না কেউ দুশমন;
ভালবেসে সদা থেকো অন্নদাতার পাশে।
রোদ বৃষ্টি মাথায় নিয়ে গায়ে মেখে কাদা;
মাঠে মাঠে সোনার ফসল ফলায় দেশের চাষা।
ওরা অন্নদাতা, ওদের করো না কেউ হিংসে।।
আজ যদি এই দেশে না বাঁচে কিষান;
কে করবে দেশবাসীর অন্নের জোগান ?
ভেবেছ, কাল কি খাবে তোমার সন্তান!
আগামী প্রজন্মের স্বার্থে কৃষকের পাশে থেকো;
কৃষক নয় দেশদ্রোহী কথাটি সবাই মনে রেখো।
রাজা প্রজা সবাই কৃষককে দাও আদর সন্মান;
কৃষকের পাশে থেকো সদা, এ আমার আহ্বান।