“ডুবন্ত জাহাজ ”
৮/২/২১
মোহাম্মদ টুকু রহমান
ডুবন্ত মানুষ সুর্যাস্তের
মত
ডুবন্ত জাহাজের মত
অসহায়
সুর্য্য অস্ত যাওয়ার পর
ধরণীতে যেমন নামে অন্ধকার
তেমনি আমার আকাশ
মেঘে ঢাকা আমবশ্যার রাত।
দারিদ্রতার কষাঘাত।
সামনে যা পাই,তাই ধরে
বাঁচতে চাই
ভাসমান খড়কুটোকে
আঁকড়ে
তীরে উঠার আপ্রাণ চেষ্টা
তবু ডুবে যাই
ডুবন্ত মানুষ লড়াই করে
দিশেহারা কিংকর্তব্যবিমুর
কিছুই বুঝে উঠতে পারে না
চেষ্টা যতবার
ততবারই বিফল
নেই ফলাফল
সমুদ্রের কুল নাই, কিনার নাই
দরিয়ার মাঝখানে
জাহাজে পানি
প্রভুকে ডাকি
তীরে উঠার শক্তি নাই
এদিকে পাওয়ানাদার
সন্তান অবাধ্য
আপনজনদের উপহাস
স্ত্রীর বকাঝকা,দুর্ব্যবহার
দিশেহারা
সংসারে টানাটানি,
ঋণের ভারে জর্জরিত
ঔষধপএ
সন্তানেরা লেখা পড়ায়
ব্যস্ত
আমার উপর সমস্ত ন্যস্ত
বেতনের টাকায়
বাড়ি ভাড়া সংসারের খরচ
মাস শেষে কিছুই থাকে না
বাড়িওয়ালার তিরস্কার
অনুভবে অত্যাচার।
চারদিকে আমার অন্ধকার
আমি ডুবন্ত জাহাজ
তলিয়ে যাচ্ছি
নিরুপায়
প্রভু তুমি আমাকে টেনে
উপরে তুলো।
তুমি আমার রব
আমার সাহায্যকারী তুমি
ছাড়া আর কেউ নাই।