জন্মদিনের ছড়া
জহির টিয়া
স্বপ্ন আমার তোকে ঘিরে
যতো দূরেই থাকি,
তুই যে আমার প্রাণ ভ্রমরা
‘বাবাই’ বলে ডাকি।
ছোট্ট হাতের আদর যখন
মাখিস আমার দেহে,
শীতল হয়ে যায় যে হৃদয়
এত্তো এত্তো স্নেহে!
আধো আধো তোর বুলিতে
ঘুমন্ত মন জাগে,
বাবার বুকে খেলতে থাকিস্
আপন অনুরাগে।
তুই যে আমার সোনালি চাঁদ
আমার ঘরের বাতি,
গোলাপ রাঙা মুখখানি তোর
আমার বুকের ছাতি।
তোকে ছাড়া দূর দেশেতে
খুব যে একা লাগে,
তোর ছবিটা দোল খেয়ে যায়
আমার হৃদয় বাগে।
এত্তোগুলো আদর দিলাম
জীবন চলার পথে,
দোয়া করি মানুষ হবি
চড়ে আসল রথে।