ইসলামি সংগীত
মদিনায় জ্বলছে জ্যোতি
#শোয়াইব আল হাসান
___
ও তোরা দেখবি যদি চল,
মদিনায় জ্বলছে জ্যোতি ঝলমল।
সে জ্যোতির আলো অতি_
তাতেই হলো সৃষ্টি সকল,
হার মানে সেথা হীরা-জহরতী।
ও তোরা দেখবি যদি চল।।
গগনের চাঁদখানা ওই,
কাননের গোলাপ গাঁদা জুঁই,
তারই পানে চেয়ে থাকে অবিরত ছলছল।
ও তোরা দেখবি যদি চল।।
মদিনায় জ্বলছে জ্যোতি ঝলমল,
সে জ্যোতিতে ভুবন আলো,
মুছে গেল পাপের কালো,
জগৎ জুড়ে এলো খুশির ঢল,
ও তোরা দেখবি যদি চল।।