দৈনিক কবিতা প্রতিযোগিতা।
শিরোনাম – রাঙা ঠোঁটে।
কলমে-কবির আহম্মেদ।
তাং ০৭/০২/২০২১.
নাব্য নদীর ওষ্ঠের মত প্রেয়সীর দেহমন-
লালসার আগুনে অন্তরে পূর্ণিমা রাতের সুখ বেদন।
অঙ্গ আঙিনায় প্রেয়সীর প্রেমময় আলিঙ্গন –
মোহমায়ায় চূর্ণবিচূর্ণ বাঁধভাঙা পূর্ণ যৌবন।
রতিক্রিয়ার রন্ধন শালায় আবেগী প্রেমের শিহরণ –
উদম দেহের নগ্নযোনিতে মিলন প্রণয় মধুর প্লাবন।
ভরাট বক্ষে সোহাগী সুখে তীব্র প্রণয় চুম্বন –
নিতম্বিনীর নির্যাসে বিমোহিত সুখের প্রেম নিবেদন।
তপ্তকাঞ্চন আবেগী ঠোঁটে উষ্ণতার আলিঙ্গন –
যৌবন রসের কাম পিপাসায় উষ্ণ উতালা তনুমন।
অবিরাম কামনার বৃষ্টিতে স্নিগ্ধকর সুখের সমীরণ –
প্রণয়বিধুরা বিহনে বাসনার মিষ্টি মধুর আলাপন।
কনকনে কুয়াশার চাদরে কুমুদিনী সুবাস লোপাট –
আশ্চর্য সুখ মন্দিরে আহলাদের জৌলুশ দাপট।
আনমনা খুচরা শিহরণ কামনার অনুভূতিতে জমাট-
ভিড়ানো তরীর রসময় রাঙা ঠোঁটে লেগেছে সুখ চোট।
ভরাট নদীর স্পর্শে পূর্ণিমা রাতে সুখের নিমন্ত্রণ –
প্রিয়তমার প্রণয় উষ্ণ আবেগী চুমোতে প্রেম বিচরণ।
যৌবন জোয়ার গাঙে বইছে প্রেমের মিষ্টি সুখ চন্দন –
প্রেয়সীর সুখ সাগরের পাটাতনে ভেসে যাক দেহ মন।