_____অপেক্ষায়____
✍️মীম আক্তার
শ্রাবন মেঘের দিনে,
রিমিঝিমি বাদল বর্ষার পরশে,
ঊষার ঘন কালো মেঘে
গা ছমছমে পরিবেশে
একাকী নিসঙ্গ পথের অন্তরালে
শূন্যতার প্রতিশ্রুতি নিয়ে
আমিও চলছি!
কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্য।
বিষন্ন মনে ক্লান্ত দুঃখের প্রহরে,
এলোমেলো জীবনের বিরহ বাসনার অধ্যায়ে,
কিছুটা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে
চলেছি বহু দূর বেদনার স্মৃতি ভুলতে।
জানিনা নিসঙ্গতার ভিরে,
হঠাৎ স্মৃতির পাতায় জাগ্রত হবে কিনা তুমি
হয়তো ক্ষনে ক্ষনে প্রতিক্ষনেই মনে হবে তোমায়,
নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শীতল করি
কখনো দুচোখে অশ্রু হয়ে ঝরি
তীব্র স্বরে চাপা চিৎকারে
জ্বলন্ত অগ্নিশিখা হয়ে জ্বলি।
গভীর রাতের আঁধারে,
চোখের পাতায় ঘুম না আসায়
তাঁরার সাথে কথোপকথনে
তাহার খোঁজে ক্লান্ত হয়ে যাই।
সকালে সোনালি আলোয়,
দীর্ঘশ্বাস ফেলে কষ্টগুলো আড়াল রেখে
কিছুটা ক্ষনিকের হাসি হেসে
ভুলে থাকার অভিনয় চালিয়ে যাই।
অবশেষে স্মৃতিকেই আঁকড়ে ধরে,
তুমি আমি পাশাপাশি ভেবেই
অজানা কোনো পথ ধরে
চলছি বিষাক্ত নীল তীরে।
থাকছি তোমাকে পাওয়ার সেই অপেক্ষায়।
(সমাপ্ত)