দৈনিক কবিতার অনুশীলন
শিরোনাম :- বলতে চাই
কলমে :- দামোদর প্রামাণিক
তারিখ :- 06/02/2021
……………………………………………………..
নীরব বিপ্লবের ভাষা হারিয়েছি আমি,
তোমার প্রেমময় ছলনার জালে।
একাকিত্ব রাত দিয়েছি পাড়ি শূন্য মনে!
তোমার দেওয়া কথা আর হাজারো প্রতিশ্রুতি
আজ হয়েছে সব নীরব, বিপ্লবের অভিমানে।
তোমার মস্তক বিজড়িত এলোকেশ–
মায়াবী সে আঁখি আমি যত দেখী তত ভাবী!
ব্যাকুল হৃদয় থামে না ক্ষণেকের তরে।
তোমার বিকশিত সুখকর কণ্ঠ
আমাকে আবিষ্ট করে!
আমি হারিয়ে যাই চোরাবালিতে…
তোমার আঘাতে আজ আমি শূন্য!
পারিনি ভুলতে তোমার মহীয়সী স্মৃতিকে,
যার অকাল ছোঁয়াতে আমি হারিয়েছিলাম
স্বপ্ন লোকের বসন্তের ছোঁয়া।
তোমার আলোতে নিজকে
আলোকিত করার আশায়–
আজ আমি দিয়েছি মরুভূমির পথে পাড়ি।
হলে তুমি এক পাষাণ হৃদয়,মরুর কাঁটা—
তুমি তো কবির কলম , কৃষ্ণের রাধিকা।
তুমি পারবে সব মিথ্যে করে দিতে
মরুভূমির মরুচিকা?
🌾🌾🌾 সমাপ্ত 🌾🌾🌾
★ আমার প্রিয় কবি বন্ধু শুভ্রজিৎ মণ্ডলের বর্তমান কালের এক মর্মান্তিক জীবন কথা নিয়ে লেখা।