দৈনিক প্রতিযোগিতা
তারিখ :-০৬/০২/২০২১
নিস্তব্ধ পৃথিবী
আবু সাঈদ হোসেন
পৃথিবী আজ ক্লান্ত অবিক্ষুব্ধ মানব,
নেই রাস্তা -ঘাটে লোকের সমাগম।
বদ্ধ ঘরে মানব শিকল বন্দী,
কে করলে তোমায় বন্দী? কেন তুমি এতোটা অসহায়।
বিশ্ব জগতে বেঁচে থাকার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে,
করোনা মহামারী তোমার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে।
কই তোমার বীরত্বের বড়াই?
কই তারা মতাদর্শ বহুত্ববাদী মানব?
ধর্মের মতবাদী মানব কই?কেন তারা আপন গুহায়?
বদ্ধ ঘরে কেন মুক্ত করো মানব?
মুক্তো নয় শুধু তুমি অর্থের পূজারী!
অর্থ হাসিল করা তোমার কাজ,
তুমি ধর্মের উগ্রবাদী উগ্রবাদী উগ্রবাদী।
কলঙ্ক নিষ্ঠুরতা জন্মদানের তোমার কাজ,
বিশ্ব ভূমণ্ডলের বুকে রক্তের শ্লোগান ঝরে তোমার সংলাপে।
বলো তুমি কোন মতো বাদী?
যখন মানব চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে।
কই তোমার কর্ণ কুহরে চিৎকারের শব্দ আসেনি ফিরে,
তুমি হও মানব দরদী সহমর্মি!
দেখেছি তো কাম্য বস্তু স্বাধীনতা ।
চাঁদ ও সূর্য তাদের কক্ষ পথে আর্বতন ক’রে,
নেই তাদের কলহ-বিচ্ছেদ, তুমি মানব গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে অধম।
তবুও মানব নিজেকে কেন বলো উত্তম?
আঠারো হাজার মখলুকাত তার মধ্যে সীমাবদ্ধ জীব মানব;
সতেরো হাজার নয়শত নিরানব্বই মখলুকাত দিব্যি চলাচল করে।
কই তোমার বীরত্বের বাহাদুরি?
তুমি দেখ সমুদ্রের তলদেশে যে প্রাণীটি সে-ও আজ মুক্ত।
তুমি বদ্ধ ঘরে কেন?
তুমি দেখ পাখিদের কিচিরমিচির ডাক আমার কর্ণ কুহরে আসে ফিরে ;
তারা মুক্ত আকাশে বিচরণ করে মনের আনন্দে গান ধরে।
বাতাস আসে বাতাস যায় দিব্যি চলাচল করছে ঈশ্বরের আদেশে ,
ভূমধ্যসাগরের নীল তিমি ডলফিন আপন মনে ঘুরেফিরে।
কপিরাইট নিষিদ্ধ :-