___
ফেব্রুয়ারীর একুশ তারিখ
দিয়েছে যারা প্রাণ,
তাদের থেকে আসছে ভেসে
অমরাত্মার ঘ্রাণ।
রফিক শফিক অহি সালাম
আরো লাখো লোকে,
ভাষার দাবি জানাতে গিয়ে
বুলেট বিঁধিল বুকে।
তাদের ত্যাগ যোগায় সাহস
মোদের প্রতি আন্দোলনে,
ভুলব নাকো তাদের কথা
রাখব মোরা মনে।
তাজা রক্তের বিনিময়ে তাদের
পূণ হলো আশা,
তাদের চাওয়ায় বাংলা হলো
মোদের মাতৃভাষা।
ভুলার মত নয় ত কভু
সেদিনের ঐ ক্ষণ,
বারে বারে সেই ফেব্রুয়ারীতে
ছুটে যায় মোর মন।