শিরোনাম- শ্রেষ্ঠ ধর্ম মনুষ্যত্ব
কলমে- দেবাশীষ দাস
তারিখ- ফেব্রুয়ারি ০৫, ২০২১
‘তুমি হিন্দু না মুসলমান’ ওরা জিজ্ঞাসিল মোরে;
‘আমি মানুষ’ কহিলাম আমি ওদের, উচ্চ স্বরে।
ওরা কহিল অসন্তুষ্ট হইয়া, ওহে মশাই-
মানুষ তো দেখিতেছি, তোমার ধর্ম জানিতে চাই।
ধর্ম আমার মনুষ্যত্ব, স্বগর্ভে কহিলাম আমি;
মানবিকতাই শ্রেষ্ঠ ধর্ম আমি তাহাই জানি।
ওরা কহে, নাস্তিক এ তো! অধর্মী, ধর্ম বিনষ্টকারী
এসো ভাই সকলে, এই অধর্মীকে আগে বধ করি!
জিজ্ঞাসিলাম আমি, কে কহিল হে আমি নাস্তিক ?
মনুষ্যত্ব মানবতা বিসর্জন দিয়া কি হইতে হয় ধার্মিক!
কে শিখাইল তোমাদের এমন হিংস্র অমানবিক ধর্ম ?
ধর্মের নামে করিছ সকলে তোমরা অপকর্ম অধর্ম।
ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর তো পরম করুণাময়;
হিংস্র অমানবিক তো শয়তান আর দানব হয়।
ঈশ্বরের নামে কেন করিছ সকলে শয়তানের সাধনা ?
হিংস্র চিত্তে, রক্তে রাঙা হাতে, হয়কি ঈশ্বর ভজনা!
ওরা কহে, ‘কহিতেছ তুমি মোদের শয়তানের সাধক ?’
এ নহে সত্য, ধার্মিক মোরা সবে, মোরা ধর্মের রক্ষক।
হিংসা ক্রোধ ছাড়িয়া শান্ত হও তবে- কহিলাম আমি;
শয়তান-দানব-পাষাণ-পিশাচ হিংস্র বর্বর হয় জানি।
দীন দুঃখী মনুষ্য আর নিজ পিতা-মাতার সেবা-ই ধর্ম;
হিংস্র আচরণ নহে মনুষ্যের ধর্ম, এ তো দানবের কর্ম।
ধার্মিক হও যদি তবে, হিংসা বিদ্বেষ দাও সবাই ছেড়ে
আগে মানুষ হও, ‘হিন্দু-মুসলমান’ হইবে না হয় পরে।