———-: বিকৃত ভাবনা :———
(( অরুন কুমার বিশ্বাস ))
<< ০৫ – ০২ – ২০২১ >>
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কবি হতে চাইনা আমি
চাইনা হতে নাট্যকার,
নৈরাজ্যের দৃশ্যটুকু
আনতে চাই নজরে সবার।
বিভেদে ভরা সমাজ আজ
সবাই থাকেন নিজ নিজ স্বার্থে,
ন্যায় অন্যায় ও ভুলে যান সবাই
ব্যস্ত থাকেন শুধু আমার আমার করতে।
শুনে ছিলাম বাল্য কালে
শিক্ষিত লোকে রাখতেন সমাজের ধ্যান,
বর্তমানের শিক্ষিতরা আর
রাখেন না সমাজের কোন জ্ঞান।
দীন জনে ভুল করিলে
হয় সমাজে কঠোর শাস্তি,
বিত্তবানের ভুলে কিন্তু
যথাস্থানে পড়েযায় যতি।
শুনেছি আমি গুরুজনের মুখে
জ্ঞানী জনের থাকতো সদা সমাজের চিন্তা,
বর্তমানে উপার্জনের কামনাতে
গড়ে উঠেন অজস্র নেতা।
এমন আরো কতো অপকর্ম চলে
মোদের এই সংসারে,
প্রকৃত সমাজ সেবাতে কেহ ব্রতি হলে
কতো যন্ত্রনা ভোগ করেন কৃত্রিম নেতার অত্যাচারে।
সমাজের এমন সব দৃশ্য দেখে
আমি হয়েযাই ভাবুক,
চেষ্টা করি সবার সামনে তুলে ধরতে
তাতে লোকে যদি বিকৃত করে করুক।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°