মানবতার ধন
মোঃ নাছিম হোসেন
লড়াই করে বাঁচতে গেলে
আসে শত বাঁধা,
সেই বাধাঁকে তুলতে গেলে
বাঁধবে গায়ে কাটাঁ।
মানুষ রুপি সেই কাটাঁকে
সাবধানে হয় তুলতে,
তামাম বাঁধা উপড়ে ফেলে
ব্যাথাকে হয় ভুলতে।
আমার নবী হাজার ব্যাথা
সব-ই যেতো ভুলে,
তবু্ও তাদের বন্ধু ভেবে
বুকে নিতো তুলে।
ভালোবেসে শত্রুর তুমি
জয় করে যাও মন,
তবেই পাবে ভুবন মাঝে
মানবতার ধন।
আমার নবী চলতো পথে
শত্রু হতো আপন,
মানবতার মহান প্রতিক
করতো তারে স্বজন।
রচনাকালঃ ৩১-০১-২০২১