থাকব নাকো আর ঘুমিয়ে
#শোয়াইব আল হাসান
___
আলোর রশ্মি যাচ্ছে দেখা
গাছে গাছে গাইছে পাখি,
মনে মনে ভাবছে খোকা
প্রভাত তবে হল নাকি?
ফুটল নাকি বনে বনে
খোকার মনের ফুলগুলি,
ঐ শোনা যায় ক্ষণে ক্ষণে
ডাকছে ভোরের বুলবুলি।
জাগল তবে সূয্যিমামা
পূব দিগন্তে ওই,
কানন কোণে দিয়ে হামা
গোলাপ,গাঁদা,জুঁই।
থাকব নাকো আর ঘুমিয়ে
উঠব এবার তবে,
সবার আগে সুর মিলিয়ে
আমায় গাইতে হবে।