ওই বাঁকা চাঁদ ধরণীতে
কাজী সেলিনা মমতাজ শেলী
ওই বাঁকা চাঁদ ধরণীতে আসিনি কভু নেমে
তবু ভালোবাসি মনে মনে,
সীমার মাঝে অসীম সে কত খুশি হয় যে
তার আলো যখন পড়ে বনে বনে।
ওই নীল আকাশে তুমি যেন মনের তৃষ্ণা রূপ
স্রোতধারা মায়াবী রূপ,
অলংকৃত কাব্যের মত তুমি নীল আকাশে
আছ যেন জোছনার বিজন ধুপ।
তুমি অবলীলায় লিখে চলেছ নীল কাব্যের কথা
শত নীলের মাঝে তুমি একা,
আকাশ ভরা নীল কি স্নেহ তুমি মনের অনুভূতি
তুমি আছ হৃদয়ের গভীরে লেখা।
তুমি ভালোবাসো মেঘ মুক্ত আকাশ নাকি শ্রাবণের
বর্ষা নাকি শ্রাবণের ছায়া,
আকাশের পথে তোমারে খুঁজি যেন অকারণে
যেন যে বেনু বনের মায়া।
সাত রঙের রংধনু যখন আসে আকাশে ওই
বর্ষার হাজার রূপ ধরে,
তখন দেখেছি তোমার অজানা সেই সাতকাহনের
মায়া মন্ত্রধ্বনি স্নেহ ভরে।
তুমি আকাশে বাঁকা চাঁদ রূপ সৌন্দর্য মগ্নতা
নীলের মাঝে অসীম তুমি,
তুমি যেন বিরাট এক কাহিনি কাব্য অন্যতম
তুমি শ্রেষ্ঠ রচনা পাঠে মুগ্ধ আমি।
০৫/০২/২০২১