একুশ আসে বাংলাদেশে
একটু হেসেহেসে,
রক্তমাখা বর্ণ নিয়ে
একুশ আসে দেশে।
একুশ এলে চোখে কোণে
আবেগে জল গড়ে,
রফিক শফিক সবার স্মৃতি
একুশ এলে পড়ে।
একুশ এসেই ফুলে-ফুলে
করতে হবে বরণ,
রক্ত, জীবন দিলো যারা
একুশ এসেই স্মরণ।
একুশ থাকবে সবার মনে,
হৃদয় গহিন কোণে,
বাঙ্গালীদের রক্ত ভেজা
একুশ থাকবে মোনে।
একুশ তোমার শহীদ মিনার
ফুলে দিয়ে ভরোন্,
বাহান্নেরি রক্তেমাখা
একুশ তোমার স্মরণ।