তাজুল ইসলাম নাহদ
ছোট্ট পাখি টুনটুনি কে দেখি সর্বকালে
উড়ে বেড়ায় সকাল বিকাল নানান গাছের ডালে। কাছাকাছি থাকে ওরা নাহি কভু ডরে
শীমের গাছে ঘুড়ে ফিরে পোঁকা মাকড় ধরে।
ছোট্ট ছোট্ট শিশু গুলো দেখে তাদের হাসে
খাবার আশে যখন তারা খুবই কাছে আসে।
ডোমরা গাছ ও ডালিম গাছে বাঁধতে দেখি বাসা
সুখে দুখে রবে ওরা এইতো তাদের আশা।
ঝড় বৃষ্টির মাঝে তারা কাটায় ভবের বেলা
ভেঙ্গনা হায় বাসা তাদের করতে গিয়ে খেলা।