বায়ান্ন’তে লড়াই করে
ভাষার জন্য কাফন পরে
যুদ্ধে নেমেছিলে
বাংলামায়ের দামাল ছেলে
বুকের তাজা রক্ত ঢেলে
বাংলা ভাষা দিলে।
বুঝতে পেরে মায়ের ব্যথা
প্রতিবাদী ছাত্রনেতা
আন্দোলনে নামে
অত্যাচারীর ভাঙলো আশা
বাংলা হলো রাষ্ট্রভাষা
রক্তমূল্য দামে।
আমার মায়ের বাংলা ভাষা
মিটায় আমার সকল আশা
স্বপ্ন বুকে যতো
মায়ের মুখে শেখা বুলি
মেধা মনন দেয় যে খুলি
জাদুর ছোঁয়ার মতো।