1. admin@banglarkota.com : admin :
  2. jakariaborkoth@gmail.com : মোঃ তারেক হোসেন জাকারিয়া বরকত : মোঃ তারেক হোসেন জাকারিয়া বরকত
  3. adnanfahim069@gmail.com : মোঃ আবরার ফাহিম : মোঃ আবরার ফাহিম
  4. mdmamunhossen1222@gmail.com : মোঃ মামুন হোসেন : মোঃ মামুন হোসেন
  5. nahidadnan124@gmail.com : নাহিদ হোসেন নিরব : নাহিদ হোসেন নিরব
  6. ridoyahmed.news@gmail.com : মোঃ হৃদয় আহমেদ : মোঃ হৃদয় আহমেদ
  7. irsajib098@gmail.com : মোঃ সজীব হোসেন : মোঃ সজীব হোসেন
ফ্রান্সে হযরত মুহাম্মাদ (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশে মতলবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।দৈনিক বাংলার কথা। : - Banglar Kota
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আপনি কি গল্প, কবিতা, ছড়া, উপন্যাস লেখেন? কিন্তু প্রকাশের কোন মাধ্যম পাচ্ছেন না? কিছু সহজ শর্ত সাপেক্ষে সাগরিকা প্রকাশনী প্রকাশ করবে আপনার স্বপ্নের গ্রন্থটি। যোগাযোগঃ ০১৭৩১৫৬৪১৬৪

ফ্রান্সে হযরত মুহাম্মাদ (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশে মতলবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।দৈনিক বাংলার কথা। :

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

ব্যুরো প্রধান চাঁদপুর আজম পাটোয়ারীঃ 

চাঁদপুর মতলবে ফ্রান্সের বিরুদ্ধে শান্তিপূর্ন প্রতিবাদ সভা ও মিছিল হয়।
আজ সোমবার ৩/১১/২০ ইং তারিখে চাঁদপুর জেলা মতলব উত্তর থানাধীন হাতিঘাটা টরকী যিননুরাইন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, সাহবাজকান্দি মাদ্রাসা ও মমরুজকান্দি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রান্সে হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।
এই সময় মিছিলটি শুরু হয় হাতিঘাটা টরকী যিননুরাইন হাফিজিয়া মাদ্রাসা থেকে মিছিলে নেতৃত্ব দেন মাওলানা হোসাইন আহমদে, মাওলানা মাসুদ আহমেদ,সাহবাজকান্দি মাদ্রাসা মিছিলের নেতৃত্ব দেন উক্ত মাদ্রাসার মুহতামিম, মমরুজকান্দি মাদ্রাসা মিছিলের নেতৃত্ব দেন মুফতি জায়নুল আবেদিন।
তারপর মিছিল তিনটি পৃথক পৃথক ভাবে সুলতানাবাদ, ফতেহপুর পূর্ব ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে সুজাতপুর বাজার গিয়ে মিলিত হয় এবং প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এই সময় সুজাতপুর বাজারে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা মাসুদ আহমেদ, হাফেজ নাসির উদ্দিন, মুফতি জায়নুল আবেদিন সহ আরো বহু ওলামে কেরামগন এবং উক্ত সংক্ষিপ্ত সভা পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজী।
এই সময় বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো বিরুদ্ধে শান্তি পূর্ন প্রতিবাদ জানান যাতে ভবিষ্যতে ইসলামের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে আর কোন কটুক্তি বা ব্যঙ্গচিত্র প্রদর্শীত না হয় এবং এসব কাজ বন্ধ করার আহ্বান জানান এবং আমাদের সরকারের কাছে আবেদন জানান যাতে করে ফ্রান্সের বিরুদ্ধে এর প্রতিবাদ জানানো হয়।
সভায় আরো বলা হয় মুসরমানদের ঐক্যের কথা যাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে এই কটুক্তির প্রতিবাদ করেন।
এই সময় সকল ধর্ম একে অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করে সহাবস্থানে চলারও আহ্বান করেন বক্তারা।
ইসলাম শান্তির ধর্ম আর এই শান্তির মাঝে যাতে কোন প্রকার অশান্তি সৃষ্টি না হয় সে দিকেও সকলকে নজর রাখার জন্য আহ্বান করা হয় এবং সেই সাথে এও বলা হয় যারা বাংলাদেশের শত্রু স্বাধীনতার বিরুধী ও সরকারের অবমাননা করে তাদেরও আইনের আওতায় আনার জন্য।
সব শেষে সকলের সুসাস্থ ও মঙ্গল কামনা করে শান্তিপূর্ন মিছিল ও সভা সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সাগরিকা প্রকাশনী | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায় ইন্টেল ওয়েব